ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাভোগ শেষে ছয় বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার

প্রকাশিত: ০১:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৭

কারাভোগ শেষে ছয় বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ছয়জন বাংলাদেশীকে ফেরত দিয়েছে মিয়ানমার। সোমবার সকালে মিয়ানমারের ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট বিজিবি কর্তৃপক্ষের নিকট ৬ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেন। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টা ৪০মিনিটে মিয়ানমারের অভ্যন্তরে মংডু ১নং এন্ট্রি-এক্সিট পয়েন্টে কোম্পানি কমান্ডার বিজিবি এবং মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ কোম্পানি কমান্ডার সুবেদার মো: ইব্রাহিম হোসেন এবং ৯ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অং ক্যাও সিন। পতাকা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মায়ানমার হতে ফেরত আনা ৬ জন বাংলাদেশী নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। ছয়জন হচ্ছেন হামিদ হোসেন, মো: রশিদ উল্লাহ, সাদ্দাম হোসেন, ফজল আহমদ, মো: হোছন ও মো: হাসিম। এরা সকলের বাড়ি টেকনাফের অলিয়াবাদ ও জিঞ্জিরায় বলে জানা গেছে। তারা সাগরে মাছ শিকার করতে গেলে মিয়ানমার কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়।
×