ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে পুলিশের উপর মাদক বিক্রেতাদের হামলা

প্রকাশিত: ০১:১৬, ১৮ ডিসেম্বর ২০১৭

সোনারগাঁয়ে পুলিশের উপর মাদক বিক্রেতাদের হামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার কাফুরদী গ্রামের মাদক বিক্রেতারা পুলিশর উপর হামলা চালিয়েছে। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহিদউল্ল্যাহসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত এআইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলার ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম। জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউপির কাফুরদী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে যায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাহিদউল্লাহ, কনস্টেবর রাব্বিসহ তিন পুলিশ। এ সময় পুলিশ তাইজুদ্দিন নামে এক মাদক বিক্রেতাকে ১শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তাইজুদ্দিনের সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের উপ-পরিদর্শক তাহিদুউল্লাহ, কনস্টেবর রাব্বিসহ তিনজনকে পিটিয়ে আহত করে এবং তাইজুদ্দিনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাড়িয়ে নেয়া মাদক বিক্রেতার খোঁজে তার বাড়িঘরে তল্লাশি চালায়। এ সময় পুলিশকে এলাকাবাসী বাধা দিলে মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুজিবুর মেম্বার, জাকির হোসেন, সোয়েব নামের তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে এসআই তাহিদ উল্ল্যাহসহ তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে মাদক বিক্রেতারা। পুলিশের কাজে বাধা দেয়ায় স্থানীয় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×