ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লৌহজং কলেজে “পলাশী থেকে ধানমন্ডি” প্রদর্শিত

প্রকাশিত: ০৪:০৭, ১৭ ডিসেম্বর ২০১৭

লৌহজং কলেজে “পলাশী থেকে ধানমন্ডি” প্রদর্শিত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজে প্রামাণ্যচিত্র “পলাশী থেকে ধানমন্ডি” প্রদর্শিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বাংলাদেশের প্রকৃত ইতিহাস ভিত্তিক এই প্রামাণ্যচিত্রটি দেখতে ভিড় পড়ে যায়। বিজয়ের মাসে এই প্রমাণ্যচিত্রটি যেন ছিল এখানকার বড় আকর্ষণ। প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর কাহিনী, সংলাপ ও পরিচালনায় প্রামাণ্যচিত্রটি “পলাশী থেকে ধানমন্ডি” প্রদর্শিত হয়। স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির উদ্যোগে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ এর আয়োজন করে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, পূর্বাপর ঘটনাবলি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে নির্মিত তিন ঘন্টার এই প্রামাণ্যচিত্র কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করে। এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, লৌহজং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশীদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খলিলুর রহমান, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক প্রমুখ। ছাত্রছাত্রীরা এ প্রামাণ্যচিত্র দেখে অভিভূত হয়। একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিদ হোসেন বলেন, ইতিপূর্বে এর অনেক কিছুই আমি জানতাম না। এই প্রামাণ্যচিত্র দেখে অনেক ঘটনাই জানতে পেরেছি। যা আমার দৃষ্টি ভঙ্গি পাল্টে দিয়েছে। এই দেশের সন্তান হিসার্বে আমি এখন গর্ববোধ করছি। কলেজেটির অধ্যক্ষ মো. মোজাম্মেল হক এই উদ্যোগ গ্রহনের জন্য স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলির প্রতি কৃতঞ্জতা প্রকাশ করে বলেন, এই প্রমাণ্যচিত্র প্রতিটি বাঙালির দেখা উচিত। কারণ যে জাতি সঠিক ইতিহাস জানেনা তাদের অগ্রযাত্রা ব্যাহত হয়। আর বাঙালি জাতির এই সমৃদ্ধ ইতিহাস ও গৌরবগাথাঁ প্রতিটি বাঙালির জানা অত্যাবশ্যকীয়। তিনি জানান, তাই স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা এমিলি বাঙালির বিজয় মাসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানানোর তাগিদে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছেন।
×