ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ল্যাবটব বিতরণ

প্রকাশিত: ২১:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৭

কেশবপুরে প্রাথমিক বিদ্যালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ল্যাবটব বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ আজ রবিবার সকালে কেশবপুরের একশ' ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাবটব বিতরণ করা হয়েছে। সকল বিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি সেবায় সংযুক্ত করার পদক্ষেপ হিসেবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষদের কাছে ল্যাবটব বিতরণ করেন। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ল্যাবটব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলেন, আপনাদের কমপিউটর চালানো শিক্ষতে হবে। যারা পারেন না তাদের প্রশিক্ষন নিতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়তে আপনাদের ল্যাবটব দেয়া হচ্ছে। উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিমন্ত্রীর এপিএস মনঞ্জুর রহমান, জেলা শিক্ষা অফিসার তাপস কুমার, সহকারি কমিশনার (ভূমি) কবির হোসেন পলাশ প্রমুখ। কেশবপুরের মোট ১শ' ৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শ'৩১টিতে ল্যাপটব বিতরন করা হয়েছে। বাকি বিদ্যায়ল গুলোতেও খুব তাড়াতাড়ি দেয়া হবে ।
×