ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তালতলী উপজেলা চেয়ারম্যানের পিস্তল দিয়ে ধাওয়া!

প্রকাশিত: ০১:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৭

তালতলী উপজেলা চেয়ারম্যানের পিস্তল দিয়ে ধাওয়া!

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বিজয় দিবসের অনুষ্ঠানে তালতলী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ কালে বিএনপি’র নেতা কর্মীদের পিস্তল উচিয়ে ধাওয়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি’র নেতা কর্মীরা এ অভিযোগ করেছেন। জানাগেছে, সকাল ১০ টার দিকে উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধার নেতৃত্বে তিন শতাধিক বিএনপি নেতা কর্মী তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠের উত্তর পাশে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। পুস্পস্তবক অর্পণ শেষে বিএনপির নেতা কর্মীরা ফিরে যাচ্ছিল। ওই বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে মধ্য থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিন্টু পিস্তল উচিয়ে মাঠের মধ্যে দিয়ে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে। এ সময় তালতলী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার চেয়ারম্যানকে ঝাপটে ধরে থামিয়ে দেয়। এ ঘটনায় তালতলীতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পরপর উপজেলা চেয়ারম্যান সমর্থকরা বিএনপি’র দুই কর্মী আসলাম ও রুবেলকে মারধর করেছে। প্রত্যক্ষদর্শী কামাল রাজা, সাইফুল ইসলাম মামুন, বেল্লাল ও সেলিম গাজী জানান, উপজেলা চেয়ারম্যান মাঠের দক্ষিণ প্রান্ত থেকে চেচিয়ে উঠে পিস্তল উচিয়ে অপর প্রান্তে থাকা বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করেছে। তালতলী উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরহাদ হোসেন আক্কাস মৃধা বলেন, বিজয় দিবসের দিন সকাল ১০ টায় নেতা কর্মীদের নিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে ফিরছিলাম। এ সময় উপজেলা চেয়ারম্যান পিস্তল উচিয়ে আমাকে ও আমার কর্মী সমর্থকদের ধাওয়া করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে ( চেয়ারম্যান) ঝাপটে ধরে থামিয়ে দেয়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করছিল। আমি তাকে নিভৃত করেছি। তালতলী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু পিস্তল উচিয়ে ধাওয়া দেয়ার কথা অস্বীকার করে বলেন বিএনপি’র নেতা কর্মীরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড করতে আসছিল। এ সময় আমার নেতা কর্মীরা বিএনপি’র কর্মী সমর্থকদের ধাওয়া করেছে। তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার মুঠোফোনে বলেন আমি আনন্দ র্যালি করে বিশেষ প্রয়োজনে বরিশাল চলে এসেছি। আমাকে স্থানীয় আওয়ামীলীগ কর্মী সমর্থকরা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু বিএনপি’র নেতা কর্মীদের পিস্তল উচিয়ে ধাওয়া করেছে।
×