ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ভুয়া সাংবাদিক আটক

প্রকাশিত: ২৩:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৭

পটিয়ায় ভুয়া সাংবাদিক আটক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া থানা পুলিশ এম মনির চৌধুরী রানা (৩০) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে। সে বোয়ালখালী উপজেলার সরোয়াতলী গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে পৌর সদরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও সে দীর্ঘদিন ধরে পটিয়ায় এসে ধান্ধাবাজি করে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। সে নিজেকে দৈনিক চট্টগ্রাম পোস্ট পত্রিকার নিজস্ব প্রতিনিধি, দৈনিক চট্টগ্রাম সংবাদের স্টাফ রির্পোটার, দৈনিক অনলাইন আলোকিত সংবাদের সম্পাদকের পরিচয় দিয়েছেন। জানা গেছে, এম মনির চৌধুরী রানার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও সে প্রতিদিন পার্শ্ববর্তী পটিয়া উপজেলায় এসে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধান্ধাবাজি করে। সম্প্রতি কাগজপত্র বিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক পুলিশ মামলা দেওয়ার সময় সে ট্রাফিকের হাবিলদার মো. সাইফুলের বিরুদ্ধে নিউজ করাসহ বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেন। হাবিলদার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। শনিবার দুপুরে পুনরায় পটিয়ায় এলে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ মনির চৌধুরী রানাকে আটক করে। পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন, আটককৃত মনিরের বিরুদ্ধে ধান্ধাবাজির অভিযোগ রয়েছে। যার কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে জানান।
×