ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কচুয়ায় বিজয় দিবসের পোস্টার লাগাতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত ৪

প্রকাশিত: ০১:২৪, ১৫ ডিসেম্বর ২০১৭

কচুয়ায় বিজয় দিবসের পোস্টার লাগাতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত ৪

নিজস্ব সংবাদদাতা,কচুয়া, চাঁদপুর ॥ কচুয়ায় মহান বিজয় দিবসের পোস্টার লাগাতে গিয়ে সন্ত্রাসী হামলায় ৪ জন আহত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের কর্মী সমর্থকগন শুক্রবার রাতে কচুয়া উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর সময় কতিপয় সন্ত্রাসী হামলা চালায়। কচুয়া বাইপাস বিশ্বরোড, কচুয়া বাজার, রহিমানগর, পাথৈর ও কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া এলাকায় সন্ত্রাসীরা পোষ্টার ছিড়ে ফেলে এবং এনবিআরের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। হামলায় আহতরা হল আ.লীগ নেতা একরাম হোসেন, বাচ্চু মিয়া, যুবলীগ নেতা আলী আক্কাছ ও মো: মাসুদ। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা একরাম জানান রাত ১১ টার সময় আওয়ামী লীগ নেতা সাবেক এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের পোস্টার কচুয়া পৌর বাজারে মেইন গলিতে পোষ্টার লাগানোর সময়একদল সন্ত্রাসী পোষ্টার লাগাতে বাধা দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কচুয়া বাজার কমিটির সভাপতি বাটা জাকির ও সম্পাদক মনির প্রধান গুরুতর আহত অবস্থায় একরাম হোসেনকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। তাছাড়া ওই দিন রাতে বাসাবাড়িয়া এলাকায় যুবলীগ নেতা মাসুদ, পাথৈর এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফ চৌধুরী রুবেল, রহিমানগর এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহানকে এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের পোষ্টার লাগানোকে কেন্দ্র করে হুমকি, ধমকি প্রদান করে। এ ব্যাপারে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম বলেন, মহান বিজয় দিবসের পোষ্টার লাগাতে যারা বাধা প্রদান ও মারধর করেছে তারা বাংরাদেশের স্বাধীনতা ও গনতন্ত্রকে বিশ্বাস করে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান বলেন,আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করেছি ফলে আইন শৃঙ্খলার অবনতি হয়নি এবং আহত একরাম হোসেনকে হাসপাতালে পাঠিয়েছি। আ.লীগ নেতা একরাম হোসেনের উপর হামলার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×