ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাউফলে একটি কলেজে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা!

প্রকাশিত: ০০:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৭

বাউফলে একটি কলেজে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা!

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ আর্থিক সুবিধার বিনিময়ে বিধি উপেক্ষা করে বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির অকৃতকার্য শিক্ষার্থীদের শুক্রবার বন্ধের দিন বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়া হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীরা পুরানো প্রশ্নপত্র দিয়ে নতুন করে পরীক্ষা দিয়েছেন। ওই দিন সকাল ১০ সরেজমিন, ওই কলেজে গিয়ে দেখা গেছে, দ্বাদশ শ্রেনির নির্বচানিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। কয়েকজন শিক্ষার্থীরা জানায়, ফেল করা বিষয়ের উপরই নির্ভর করে সর্বনিম্ন ২শ’থেকে ৮শ’ টাকা পর্যন্ত তাদের কাছ থেকে সুবিধা নিয়ে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হেয়েছে। এসময় ফারুক আহমেদ তালুকদার মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে সাটানো বিজ্ঞপ্তিতে থেকে দেখা যায়, দ্বাদশ শ্রেণির ১শ’ ৭৩জন শিক্ষার্থী এ বছর নির্বচনিক পরীক্ষায় অংশ নেয়। অংশ নেয়া ওই শিক্ষার্থীদের মধ্য থেকে কেবল মাত্র ৫৭জন শিক্ষার্থী উত্তীর্ন হয়। বাকী ১শ’১৬জন শিক্ষার্থীই অর্কৃতকার্য হয়। নিয়মানুযায়ী অকৃতকার্য হওয়া এই শিক্ষার্থীরা চূড়ান্ত বোর্ড (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাই ওই কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ করে দিয়েছেন। পুরো তিন ঘন্টায় এসব শিক্ষার্থীরা দেখে লিখিছেন। এ ব্যাপারে ওই পরীক্ষা কেন্দ্রের আহবায়কের দায়িত্বে থাকা মো. শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি প্রিন্সিপ্যাল ম্যাডামের সাথে কথা বলেন। পরে এ বিষয়ে জানতে ওই কলেজ অধ্যক্ষ মমতাজ বেগমের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি বলেন, নতুন করে পরীক্ষা নেয়ার বিধান আছে। কিন্তু পুরনো খাতায় পুরনো প্রশ্ন পরীক্ষা নেয়ার বিধান আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। এটি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক বলতে পারবেন। এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×