ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জামিনে ছাড়া পেয়ে ইউপি সদস্যের উপরে ফের হামলা

প্রকাশিত: ২১:০০, ১৫ ডিসেম্বর ২০১৭

জামিনে ছাড়া পেয়ে ইউপি সদস্যের উপরে ফের হামলা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ জামিনে ছাড়া পেয়ে ইউপি সদস্যের উপরে ফের হামলা করে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে সন্ত্রাসীরা। ইউপি সদস্যকে রক্ষায় স্থানীয় লোকজন ও সন্ত্রাসীদের মধ্যে ঘন্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত আটটার দিকে। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জলিল রাঢ়ীকে গত ২ জুলাই সন্ধ্যায় জামাল মোল্লা পাওনা টাকা দেয়ার কথা বলে তালতলী গ্রামীন ব্যাংকের নিচে ডেকে নেয়। পরে জামাল মোল্লা, বাচ্চু হাওলাদার, শুক্কুর আলী, দুলাল হাওলাদার, আলী মিয়া ও রাজা মৃধাসহ ৮-১০ জন সন্ত্রাসী তাকে (ইউপি সদস্য) ধরে পার্শ্ববর্তী বটতলায় নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাম পায়ের গোড়ালির উপরের রগ কেটে, পায়ের পাতা, ডান পায়ের মধ্যমা আঙ্গুল ও ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় গত ৩ জুলাই জামাল মোল্লা, শুক্কুর আলী, আলী মিয়াসহ ৭ জনের নামে ইউপি সদস্যের বড় ভাই ইউনুস রাঢ়ী বাদী হয়ে তালতলী থানায় মামলা করেন। এ মামলায় গত ৯ নবেম্বর আসামী জামাল মোল্লা, শুক্কুর আলী ও আলী মিয়া আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। গত এক মাস ধরে আসামীরা জেল হাজতে ছিল। বৃহস্পতিবার আসামীরা বরগুনা জেল হাজত থেকে জামিনে ছাড়া পায়। ওইদিন আসামীরা রাত আটটার দিকে ১৫/২০ খানা মোটর সাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে নিউপাড়া বাজারে আসে। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ইউপি সদস্য পার্শ্ববর্তী সুলতান হাওলাদারের ঔষধের দোকানে আশ্রয় নেয়। পরে সন্ত্রাসীরা ইউপি সদস্য জলিল রাঢ়ীর রড সিমেন্টের দোকান ও সুলতান হাওলাদারের ঔষধের দোকান কুপিয়ে ভাংচুর করে এবং ইউপি সদস্যের উপর হামলা চালায়। ঘন্টাব্যাপী দফায় দফায় সংষর্ঘে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আটক দু’সন্ত্রাসীকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ রাজা মৃধাকে গ্রেফতার করেছে। প্রত্যক্ষদর্শী হারুন হাওলদার, ইসমাইল হাওলাদার, সুজন, মাসুম মীর ও হোসেন ফরাজী জানান, রাত আটটার দিকে ১৫/২০ টি মোটর সাইকেলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ইউপি সদস্য জলিল রাঢ়ীর উপর হামলা চালায় এবং তার দোকান ঘর কুপিয়ে ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীদের তান্ডবে বাজারের দোকান পাট বন্ধ হয়ে যায়। তারা আরো জানান ইউপি সদস্যকে রক্ষায় স্থানীয় লোকজন ও তার স্বজনরা এগিয়ে এলে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ বাঁধে। তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন নিউপাড়া বাজারে গতকাল রাতে জলিল রাঢ়ী ও জামাল মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজা মৃধা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
×