ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশাল ঘুষ গ্রহণকালে পেশকার আটক

প্রকাশিত: ০১:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

বরিশাল ঘুষ গ্রহণকালে পেশকার আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সহকারী সেটেলমেন্ট অফিসে সেবা নিতে আসা ব্যক্তির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে বরিশাল সহকারী সেটেলমেন্ট অফিসের এক পেশকার হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পোর্ট রোডস্থ ওই অফিস চত্বর থেকে ঘুষের টাকাসহ পেশকার আবু বকর সিদ্দিকীকে আটক করা হয়। তাকে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করে দুর্নীতি দমন আইনে একটি মামলা দায়ের করেছে দুদক। থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুল মান্নান জমি সংক্রান্ত মামলার রায়ের পর্চা কাগজ আনার জন্য সেটেলমেন্ট অফিসে যায়। এসময় সেখানকার পেশকার আবু বকর সিদ্দিকী পর্চার কাগজের জন্য তার কাছে একলাখ টাকা দাবী করেন। একপর্যায়ে ১০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে জমির পর্চা দিতে রাজি হয় পেশকার সিদ্দিকী। এ ব্যাপারে বরিশাল দুদকে লিখিত অভিযোগ করেন আব্দুল মান্নান। তারই প্রেক্ষিতে আব্দুল মান্নানের কাছ থেকে আবু বকর সিদ্দিকী ১০ হাজার টাকা ঘুষ গ্রহণকালে বরিশাল বিভাগীয় দুদক কার্যালয়ের পরিচালক আবু সাঈদের নেতৃত্বাধীন একটি বিশেষ দল উপস্থিত হয়ে পেশকার মান্নানকে হাতেনাতে আটক করেন।
×