ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর ॥ স্পিকার

প্রকাশিত: ০২:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৭

শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর ॥ স্পিকার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, আমাদের সমাজ ও নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোকে আলোকিত করে একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দ্রারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের আরো অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হওয়ার যে লড়াই সেই লড়াইয়ে সরকারের হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের কাজ করতে হবে। বুধবার বিকেল ৪ টায় স্থানীয় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে “ মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন, মাদক, জঙ্গীবাদ প্রতিরোধ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিশাল শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুরের জেলা প্রসাশক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান জুয়েলের সঞ্চালনায় ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগ নেতা মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) পীরগঞ্জ শাখার সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম মাননু, কারিগরী কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, মাদারগঞ্জ কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন, সদ্য সরকারী হওয়া শাহ আব্দুর কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা, শুকানচৌকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী বলেছেন, বাংলাদেশে শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে, ইউনেস্কো ২০১৬ এর পরিসংখ্যা অনুযায়ী ৭২ শতাংশের অধিক শিক্ষার হার বাংলাদেশে। কন্যাশিশুদের শিক্ষাক্ষেত্রে অন্তভূক্তি আজকে বাংলাদেশে জেন্ডার সমতা অর্জনে সহস্র উন্নয়ন লক্ষমাত্রা পুরণেও আমরা সফল হয়েছি। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বান্ধব নীতি ও শিক্ষানীতি ২০১০ এর যথাযথ বাস্তবায়নের ফলে। এছাড়াও বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, উপবৃত্তির যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েদের জন্য শিক্ষার অনন্য সুযোগ তৈরী করে সমগ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও এ সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এর আগে তিনি সভাস্থল থেকে ১০ শয্যাবিশিষ্ট খালাশপীর মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, রায়পুর রাজিয়া ইসমাইল আশ্রয়ণ প্রকল্প, মিঠিপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
×