ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটোরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৮, ১২ ডিসেম্বর ২০১৭

নাটোরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর লিল্লাহ বোডিং ও এতিম খানার মাদ্রাসার সহকারি শিক্ষক আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ওই মাদ্রাসা থেকে ওই শিক্ষকে গ্রেফতার করে পুলিশ। আটককৃত আতাউর রহমান রাজশাহী বাঘা উপজেলার দিঘা গ্রামের আকতার হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই শিক্ষক প্রায় তিন বছর যাবত মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে দুইটি ছেলেকে বলাৎকারের অভিযোগ উঠেছিল। কিন্তু সে সময় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরবর্তীতে নতুন করে আবারো শিক্ষার্থীদের বলাৎকারের হাতেনাতে প্রমান পাওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে ছয় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ এনে আশরাফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অভিভাবক বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহরিয়ার খাঁন জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ছয়জনের ভিকটিমের মধ্যে ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ডাক্তারি রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
×