ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

প্রকাশিত: ০০:৩৬, ১১ ডিসেম্বর ২০১৭

নাটোরে ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিক্ষার্থীদের জন্য আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ জেলার বাগাতিপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্টী ও শিক্ষার্থীদের জন্য আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আট লাখ টাকা ব্যায়ে দু’কক্ষ বিশিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানা, ওসি আব্দুল্লাহ-আল-মামুন, । প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনশেষে জিমনেসিয়াম চত্ত্বরে একটি ঔষধী বাগান করার লক্ষে চারা গাছ রোপন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
×