ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাবিতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহত

প্রকাশিত: ০২:২৮, ১০ ডিসেম্বর ২০১৭

রাবিতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষার্থী আহত

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত যুবকের বেপরোয়া গতির মোটরসাইকেলের আঘাতে আক্তারুজ্জামান শিশির নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের এ দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত মোটরসাইকেল চলককে আটক করেছে পুলিশ। আহত শিশির রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। মাথায় গুরুতর জখম অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আটক মাহমুদুল হাসান স্থানীয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে রবিবার দুপুর ২টার দিকে মাহমুদুল হাসান ক্যাম্পাসে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনের সড়কে শিশির নামের ওই শিক্ষার্থীকে পেছন থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক পুলিশে খবর দেয়া হয় এবং অভিযুক্ত যুবককে মতিহার থানায় সোপর্দ করা হয়।
×