ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রমৈত্রীর মানববন্ধন

প্রকাশিত: ০২:১৬, ১০ ডিসেম্বর ২০১৭

ইবিতে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রমৈত্রীর মানববন্ধন

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। রবিবার দুপুর পৌনে দুই টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর আহ্বায়ক মোরশেদ হাবিব, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ, শামিমুল ইসলাম, আরিফ, সাগর, নজরুল, আশিক, রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গতবছরের তুলনায় এবছর ভর্তি ফি ৩ গুনের বেশী করা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাশাসপনা কাছে ভর্তি ফি কমনোর দাবি জানান তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখা সূত্রে জানা গেছে, এ বছর থেকে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো ভর্তি ফি ১১ হাজার ৮১৫ টাকা, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলো ভর্তি ফি ১৩ হাজার ৩ শত ১৫টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগগুলোর ভর্তি ফি ১২ হাজার ৪১৫টাকা নির্ধারণ করা হয়েছে। যা পূর্বের তুলনায় ৩ শত শতাংশের বেশী বৃদ্ধি পেয়েছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করেই ফি বৃদ্ধি করা হয়েছে। এখন পর্যন্ত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ভর্তি ফি কম রয়েছে।’
×