ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে জামায়াত নেতা ঘুষ না পেয়ে চাকরিচ্যুত করলেন কর্মচারীকে

প্রকাশিত: ২০:৫৫, ১০ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারে জামায়াত নেতা ঘুষ না পেয়ে চাকরিচ্যুত করলেন কর্মচারীকে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহর জামায়াতের সাবেক আমীর উচ্চ আদালতের আদেশ না মেনে মাদ্রাসা থেকে এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমপিওর ফাইল প্রসেসের অজুহাতে দাবি করা ৩ লাখ টাকা ঘুষ না দেয়ায় সহকারী গ্রন্থাগারিক অখতারুল আলমকে ৩ বছর পর চাকুরিচ্যুত করেছেন জামায়াত নেতা জাফর উল্লাহ নূরী। অভিযোগ পেয়ে উচ্চ আদালতের রায়ের প্রতি চরম অবজ্ঞাপূর্বক রায় বাস্তবায়নের পরিবর্তে চকরিচ্যুত, বেআইনী কার্যক্রম ও দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদন দিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছে। আখতারুল আলম জানান, সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষায় প্রথম হয়ে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৭ সালের ২৫মে পর্যন্ত চাকরি করেন তিনি। পরে এমপিওর ফাইল প্রসেস করতে অধ্যক্ষের কাছে সব কাগজপত্র জমা দেয়া হলে ফাইল প্রসেস করার বাহনায় ডিসি ও ডিডি অফিসের নামে অধ্যক্ষ নূরী ৩ লাখ টাকা দাবি করেন। এমনকি এমপিও করার গোপন পাসওয়ার্ড অধ্যক্ষ নূরীর নিকট সংরক্ষিত দাবি করে তিনি ছাড়া আর কেউ এমপিওভুক্ত করার সাধ্য রাখেনা বলে জানানো হয়। গরীব কর্মচারী দাবীকৃত টাকা দিতে না পারায় ৩ বছর পর অধ্যক্ষের একক সিদ্ধান্তে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে উচ্চ আদালতে রীট মামলা করলে ২০১৫ সালের ২৩ নবেম্বর মামলা শুনানী শেষে বকেয়া বেতন পরিশোধসহ এমপিওভুক্ত করার আদেশ দেয় আদালত। কিন্তু এ আদেশ মানেননি অধ্যক্ষ জামায়াত নেতা জাফর উল্লাহ নুরী। এ বিষয়ে শিক্ষামন্ত্রী, দুদক ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে অভিযোগ দেন ভুক্তভোগী আখতারুল আলম। অভিযোগ রয়েছে, অধ্যক্ষ জাফর উল্লাহ নূরী পছন্দের প্রার্থীকে টিকিয়ে আনতে নিয়োগে দূর্নীতি, মাদরাসার রেজুলেশন জালিয়াতি, এতিমখানার নামে বিভিন্ন দাতাদের কাছ থেকে টাকা এনে পকেট ভর্তি করে চলছেন। কোন স্টাফ আপত্তি করলে চাকরিচ্যুতির হুমকি নেমে আসে বলে কেউ মূখ খোলার সাহস পাচ্ছেনা। তার আচরণে মাদরাসার অধিকাংশ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অতিষ্ট হয়ে উঠেছে। অধ্যক্ষ নূরী কক্সবাজার শহর জামায়াতের সাবেক আমীর হলেও সরকারী সুবিধা নেয়ার জন্য অনেকক্ষেত্রে জামায়াতের সঙ্গে তার সম্পর্ক নেই বলে দাবি করে থাকেন। এ বিষয়ে অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ নূরী আদালতের কোন নির্দেশনা তার হাতে পৌঁছেনি বলে জানান।
×