ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃষক ইটভাটার মালিকরা ক্ষতির শঙ্কায়

কলাপাড়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি

প্রকাশিত: ০১:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

কলাপাড়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সাগরপারের জনপদ কলাপাড়ায় শুক্রবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘে আচ্ছন্ন রয়েছে আকাশ। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি না থাকলেও আকাশ ছিল মেঘলা। মধ্যরাত থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। কৃষকরা ক্ষেতের পাকা ধান নিয়ে পড়েছেন চরম শঙ্কায়। কাটা ধান নিয়েও পড়েছেন দুশ্চিন্তায়। চাতাল ও মিলাররা লোকসানের শঙ্কায় পড়েছেন। ইটভাটার মালিকরাও ক্ষতির কবলে পড়েছেন। বৃষ্টিতে শীত অনুভূত হচ্ছে। পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলাকায় এক নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে বলে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কলাপাড়ার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান জানিয়েছেন।
×