ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের ৩ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

দিনাজপুরে জমে উঠেছে পৌর ও ইউপি নির্বাচনের প্রচারাভিযান

প্রকাশিত: ২৩:০৬, ৮ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে জমে উঠেছে পৌর ও ইউপি নির্বাচনের প্রচারাভিযান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরল পৌরসভা ও ১২নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারাভিযান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের ২ জন ও স্বেচ্ছাসেবক লীগের ১ জনের দলীয় পদবী বিলুপ্ত করে ৩ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির রয়েছে বিদ্রোহী মেয়র প্রার্থী। ২৮ ডিসেম্বর প্রথমবারের মত দিনাজপুরের বিরল পৌরসভা ও ১২ নং রাজারামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও তাদের সমর্থকেরা শীতের তীব্রতা উপেক্ষা করে প্রচারাভিযানে নেমে পড়েছেন। গভীর রাত পর্যন্ত ভোটারদের বাসায় বাসায় গিয়ে ভোট প্রার্থনা করে নিজেদের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টায় ব্যস্ত রয়েছেন মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ। বিরল পৌরসভা মেয়র পদে লড়ছেন ৯ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের সবুজার সিদ্দিক সাগর, বিএনপির লিয়াকত আলী, জাতীয় পার্টির আফজাল হোসেন দুলাল, আওয়ামী লীগের বিদ্রোহী শফিকুল আজাদ মনি ও তানজিউল ইসলাম লাবু, বিএনপির বিদ্রোহী বাবুল হোসেন এবং স্বতন্ত্র মকলেসুর রহমান, আইয়ুব আলী ও ফরহাদুর রহমান। সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ২৮ ডিসেম্বর বিরল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৩০ কক্ষে ৮ হাজার ৯১৫ জন ভোটার গোপন ব্যালটে তাদের রায় প্রদান করবেন। এর মধ্যে ৪ হাজার ৫৫৬ জন পুরুষ ও ৪ হাজার ৩৫৯ জন মহিলা ভোটার রয়েছেন। বৃহস্পতিবার বিকালে বিরল উপজেলা আওয়ামী লীগের জরুরী বৈঠকে দলীয় শৃংখলা ভঙ্গ করে পৌরসভায় মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি ও নির্বাহী সদস্য তানজিউল ইসলাম লাবুর দলীয় পদ-পদবী বিলুপ্ত করে বহিস্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু বহিস্কারের সিদ্ধান্ত স্বীকার করেন। এছাড়া ২৮ ডিসেম্বর উপজেলার নতুন ইউনিয়ন রাজারামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ মেম্বার পদে ৩৫ জন ও মহিলা মেম্বার পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন হলেন আওয়ামী লীগের মুকুল চন্দ্র রায়, বিএনপির আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ মিজানুর রহমান হিরা ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলী। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ১২নং রাজারামপুর ইউপি স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান হিরার দলীয় পদবী বিলুপ্ত করে তাকে বহিস্কার করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের ৯টি ভোট কেন্দ্রের ৩৬টি কক্ষে ১০ হাজার ৯৩৪ জন ভোটার গোপন ব্যালটে তাদের রায় প্রদান করবেন। এর মধ্যে ৫ হাজার ৫৭৬ জন পুরুষ ও ৫ হাজার ৩৫৮ জন মহিলা ভোটার রয়েছেন।
×