ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত

প্রকাশিত: ০২:১২, ৭ ডিসেম্বর ২০১৭

গাংনীতে মোটর সাইকেলের ধাক্কায় তৃতীয় শ্রেণীর ছাত্র নিহত

সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় নিরব হোসেন (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাহারবাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন এ উপজেলা ভোমরদহ গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সাথে নানা বাড়ি সাহারবাটি গ্রামে বেড়াতে যায় শিশু নিরব। ঘটনার সময় নানা বাড়ির সামনের সড়ক দিয়ে চলার সময় দ্রুত গতির মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসার অবহেলার কারণে স্থানীয় মানুষের প্রতিবাদের শিকার হন চিকিৎসক-কর্মচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া ডিসি ইকোপার্ক উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সাহারবাটি গ্রামের সড়কে বিপুল সংখ্যক যানবাহনের ভিড় পড়ে। ভিড়ের মধ্যে জনৈক এক মোটর সাইকেল চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে আটকাতে পারেনি স্থানীয়রা। গাংনী হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার সুতপা রায় বলেন, শিশুটির মাথার পেছনে গুরুতর আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে।
×