ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে পোশাক কর্মীর মৃত্যু

প্রকাশিত: ০৩:১৯, ৬ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে পোশাক কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে লিফটের খোলা দরজা দিয়ে পাঁচতলা থেকে নীচে পরে বুধবার পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। নিহতের নাম হাসি আক্তার (২৪)। সে নীলফামারী জেলার জলডাঙ্গা থানার মোয়ামারী গ্রামের মনির হোসেনের মেয়ে। গাজীপুর সিটি কর্পোরেশনের সাইন বোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট ফাশন নামের পোশাক কারখানার সুয়িং সেকশনের হেলপার পদে কাজ করতো হাসি। শিল্প পুলিশের ইন্সপেক্টর আবু রায়হান সোহেল ও জয়দেবপুর থানার এসআই সাদেকুজ্জামানসহ কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাইন বোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট ফ্যাশন নামের পোশাক কারখানার পাঁচ তলা ভবনের ৫ম তলায় লিফটে প্রবেশের দরজা না থাকায় তা দীর্ঘদিন ধরে খোলা রয়েছে। ফলে শ্রমিক কর্মচারীরা ঝুকির মধ্য দিয়েই লিফটটি ব্যবহার করে আসছিল। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও দরজাটি লাগানো হয়নি। বুধবার দুপুর ১টার দিকে নীচে নামার জন্য হাসি ভবনের ৫ম তলার লিফটের দরজার সামনে যায়। এসময় এনালগ লিফটটি ভবনের নীচ তলা অবস্থান করছিল। হাসি তা বুঝতে না পেরে লিফটের ওই দরজা খোলা পেয়ে পা বাড়িয়ে লিফটে চড়তে গিয়ে নীচে পড়ে যায়। দুপুরে তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক হাসিকে মৃত ঘোষণা করেন। এঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। তারা সন্ধ্যা পর্যন্ত কারখানা এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভ’ষণ দাস জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের মাথা ও পা’সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বিকেলে তার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
×