ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুমের ট্যাবলেট বিক্রি না করায় ফার্মেসীতে হামলা

প্রকাশিত: ০২:০৩, ৫ ডিসেম্বর ২০১৭

ঘুমের ট্যাবলেট বিক্রি না করায় ফার্মেসীতে হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া স্কয়ার কোম্পানীর সিডিল নামের ৪০টি ঘুমের ওষুধ বিক্রি না করায় ফার্মেসীসহ দোকান মালিকের ওপর হামলা চালিয়েছে সুলতান মাহমুদ (৩০) নামের এক বখাটে। স্থানীয়রা তাকে (সুলতান) আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে। ওই বাজারের আসমা মেডিকেল হলের মালিক মশিউর রহমান ঝন্টু জানান, নরসিংহলপট্টি গ্রামের জহিরুল ইসলামের পুত্র সুলতান মাহমুদ দুপুরে তার দোকানে এসে ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়াই স্কয়ার কোম্পানীর সিডিল নামের ৪০টি ঘুমের ওষুধ ক্রয় করতে চায়। এসময় ডাক্তারি ব্যবস্থাপত্র ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করা যাবেনা বলে জানালে সুলতান ক্ষিপ্ত হয়ে ফার্মেসীসহ তার (ঝন্টু) ওপর হামলা চালায়। এসময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এসে হামলাকারী সুলতান মাহমুদকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। সূত্রে আরও জানা গেছে, সুলতান মাহমুদের মা রাজিয়া সুলতানা দেশের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী প্রকাশ ও বিকাশ গ্রুপের আস্তানার দায়িত্বে ছিলেন।
×