ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে সৈয়দ টিটুকে সংবর্ধনা

প্রকাশিত: ২২:৩৬, ৪ ডিসেম্বর ২০১৭

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে সৈয়দ টিটুকে সংবর্ধনা

মাজহার মান্না, কিশোরগঞ্জ ॥ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় ক্রীড়া পরিবারের পক্ষ থেকে তাঁকে বিপুল সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে স্থানীয় পুরাতন স্টেডিয়াম থেকে বিভিন্ন ক্রীড়া সংগঠনসহ বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে গ্রামীণ সাজে রঙ বেরংয়ের বেলুন-ফেস্টুন নিয়ে শহরের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে স্টেডিয়ামে ক্রীড়া ব্যক্তিত্ব এম.এ কাব্বী’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি এম.এ আফজল, সংবর্ধিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদরের ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, জনপ্রশাসন মন্ত্রীর এপিএস সাজ্জাদ হোসেন শাহীন প্রমুখ। আলোচনা শেষে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী রুয়েলের পরিচালনায় রিতু, রনি, লাকী ও সবিতার মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান ছাড়াও বিশেষ সঙ্গীত পরিবেশন করেন বিশ্বনন্দিত বাউলশিল্পী আশিক। তিনি শাহ আব্দুল করিমের বেশকিছু জনপ্রিয় গান পরিবেশন ছাড়াও শিল্পী জুবায়েরসহ অন্যদের সঙ্গীতানুষ্ঠান হাজারো দর্শকশ্রোতা উপভোগ করেন। এর আগে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি সাংস্কৃতিক পরিবেশনা দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে নানা শ্রেণি পেশার বিপুলসংখ্যক লোকজন স্টেডিয়ামে এসে জড়ো হন। সংবর্ধনার জবাবে সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ক্রীড়াঙ্গণের মান উন্নয়নে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন। বিশেষ করে জেলা পর্যায়ে যাতে ক্রিকেট লীগের আয়োজন করা যায় সে ব্যাপারে তিনি আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
×