ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কৃষক সমিতির কৃষকবন্ধন কর্মসূচি পালন

প্রকাশিত: ০০:০৮, ২৫ নভেম্বর ২০১৭

কিশোরগঞ্জে কৃষক সমিতির কৃষকবন্ধন কর্মসূচি পালন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কৃষি ও কৃষকের ন্যায়সঙ্গত বিভিন্ন দাবি আদায়ে কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে কৃষকবন্ধন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের গৌরাঙ্গবাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত কৃষক অংশ নেয়। জলমহাল ইজারা বাতিল, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফ, সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণের পর্যাপ্ত কোল্ডস্টোরেজ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরে বক্তৃতা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রফিউল আলম চৌধুরী মিলাদ, জেলা কৃষক সমিতির সভাপতি ডাঃ এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা বাসদের সমন্বয়ক এ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান প্রমুখ। বক্তারা বলেন, দেশের খাদ্য উৎপাদনে তৃণমূল পর্যায়ের কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করলেও তাদের ন্যায়সঙ্গত অনেক দাবি পূরণে সরকার এগিয়ে আসছে না। কৃষকরা প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগসহ কৃষি উপকরণে দাম বৃদ্ধিসহ নানা বিড়ম্বনার শিকার হচ্ছে।
×