ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আত্মহত্যার প্ররোচনায় স্বামী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০০:২৮, ২৪ নভেম্বর ২০১৭

আত্মহত্যার প্ররোচনায় স্বামী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে স্বামী-শাশুড়িসহ ৬ জনের বিরুদ্ধে আজ শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে। নিহত গৃহবধূ রত্না বেগমের বাবা এ মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আত্মহত্যা চেষ্টার পরেও রত্না বেগম বেঁচে ছিলেন। কিন্তু বিলম্ব করে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামে স্বামীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তে পাঠিয়েছে। থানায় দায়ের করা মামলায় রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের বিবিরহাওলা গ্রামের দিনমজুর মোঃ মনির সিকদার অভিযোগ করেন, তিন বছর আগে তার মেয়ে রত্না বেগমের (২৫) সঙ্গে নলবুনিয়া গ্রামের মৃত রফিক সরদারের ছেলে রাসেল সরদারের (২৭) বিয়ে হয়। রাসেল সরদার ঢাকায় দিনমজুরের কাজ করে। এ দম্পতির মোঃ রাফি নামের দেড় বছরের একটি ছেলে রয়েছে। রাফিকে তার মা রত্না বেগম চড় থাপ্পর মারলে এনিয়ে শাশুড়ি ভানু বেগমের ঝগড়া হয়। এর সূত্র ধরে স্বামী রাসেল সরদার বাড়ি এসে রত্না বেগমকে বেদম মারধর করে এবং আত্মহত্যায় প্ররোচনা দেয়। মামলার অন্যান্য আসামিরাও এতে সায় দেয়। রাগে ক্ষোভে রত্না বেগম ঘটনার সময়ে ঘরের ধাওয়ার সঙ্গে নায়লনের রশি গলায় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মামলার অপর দুই আসামি তা দেখতে পেয়ে ডাকচিৎকার দিয়ে লোকজনদের জড়ো করে এবং রশি কেটে রতœাকে নিচে নামানো হয়। রত্না বেগমকে গলাচিপা হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, প্ররোচনা দেয়া না হলে ১৮ মাসের ছেলে রেখে রতœা বেগম কিছুতেই আত্মহত্যা করতেন না। স্বামী-শাশুড়িসহ মামলায় সরাসরি ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। মামলা রেকর্ড করা হয়েছে জানিয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র বলেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×