ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে শিকল বন্দী জীবন থেকে মুক্ত হলেন বৃদ্ধা সুরবালা

প্রকাশিত: ০০:২৬, ২৪ নভেম্বর ২০১৭

অবশেষে শিকল বন্দী জীবন থেকে মুক্ত হলেন বৃদ্ধা সুরবালা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ দৈনিক জনকন্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেলেন নওগাঁর আদিবাসী বৃদ্ধা সুরবালা রানী পাহান (৬৭)। বৃহস্পতিবার দুপুরের দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে শিকলমুক্ত করা হয়। সেইসঙ্গে তার বয়স্কভাতার কার্ডের ব্যবস্থাও করা হয়। নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) এসএম হাবিবুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, এটি একটি মানবিক বিষয়। সুরবালার সন্তানদের সঙ্গে আমরা কথা বলেছি। এখন থেকে যেখানে তারা যাবেন, যেন তাদের মাকে সেখানেই সঙ্গে করে নিয়ে যান। আসন্ন ডিসেম্বর থেকে সুরবালা বয়স্কভাতা পাবেন। এছাড়া সুরবালা যেন সুচিকিৎসা পান, সে ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। যেহেতু পরিবারটি দরিদ্র, এজন্য বয়স্কভাতার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে যে অর্থ পাবেন, ইচ্ছে করলেই তার সন্তানরা সুরবালার চিকিৎসা করাতে পারবেন। গত ২১ নবেম্বর এব্যাপারে জনকন্ঠে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। সুরবালা বড় মেয়ে জিরো পাহান আনন্দে আবেগ আপ্লুত হয়ে বলেন, হারিয়ে যাওয়ার ভয়ে মাকে শিকলের বেড়ি পরিয়ে রেখেছিলাম বলে খুবই কষ্ট হতো। নিজেদেরও খারাপ লাগত। কিন্তু উপায় ছিল না। মা মুক্ত হয়েছে। এখন খুবই ভাল লাগছে। আরো ভাল লাগছে মায়ের নামে বয়স্কভাতার কার্ড হওয়াতে।
×