ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে হাবিপ্রবির প্রক্টরসহ ৫২ জনের বিরুদে মালিক-শ্রমিকদের মামলা

প্রকাশিত: ২১:০০, ২৪ নভেম্বর ২০১৭

দিনাজপুরে হাবিপ্রবির প্রক্টরসহ ৫২ জনের বিরুদে মালিক-শ্রমিকদের মামলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ২টি যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মালিক ও শ্রমিক ঐক্যপরিষদের আহ্বানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আজ শুক্রবার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। এই ঘটনায় দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালিদ হোসেন, ছাত্র পরামর্শক ও নির্দেশক পরিচালক প্রফেসর শাহাদৎ হোসেন খান এবং সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরীসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামী করে কোতয়ালী থানায় ২টি মামলা দায়ের করেছে। জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগসহ পুরো বিষয়টি জানতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যেই এই কমিটি প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বুধবার রাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সামনের দিনাজপুর-রংপুর মহাসড়কে বিক্ষুব্ধ ছাত্ররা ২টি যাত্রীবাহী বাস তৃপ্তি পরিবহন ও শাহী পরিবহন আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কোতয়ালী থানায় সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেলু বাদী হয়ে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খালিদ হোসেন, ছাত্র পরামর্শক ও নির্দেশক পরিচালক প্রফেসর শাহাদৎ হোসেন খান এবং সহকারী প্রক্টর সৌরভ পাল চৌধুরীসহ ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে ২টি গাড়ী পোড়ানোর মামলা দায়ের করেন। মামলা নং- ১২০। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইফুর রাজ চৌধুরী বাদী হয়ে শ্রমিকদের পেটানো ঘটনায় উল্লেখিত একই ব্যক্তিদের আসামি করে বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানায় অপর একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১৯। কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, দায়েরকৃত ২টি মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ২টি যাত্রীবাহী বাস পোড়ানোর ঘটনার প্রতিবাদে দিনাজপুরে মালিক ও শ্রমিক ঐক্যপরিষদের আহ্বানে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের শুক্রবার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটের কারণে দিনাজপুরের সঙ্গে সারা দেশের যানবাহন চলাচল বন্ধ হয়ে থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা দিনাজপুর সরকারি কলেজ মোড় ও মির্জাপুর বাস টার্মিনালে অবস্থান নিয়ে বাস-ট্রাকের পাশাপাশি ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল ও সাইকেল চলাচলেও বাধা দেয়। ফলে বাধ্য পায়ে হেঁটেই চলাচল করতে হয়েছে সাধারণ যাত্রীদের। হিলি দিয়ে ভারত থেকে আসা যাত্রীরাও পড়েছেন দুর্ভোগে। ভারত থেকে দেশে ফেরত আসা ও ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীরা অনেকে ইমিগ্রেশন চেকপোস্টসহ বিভিন্ন কাউন্টারে বাসের অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বিকল্প পন্থায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এদিকে ধর্মঘট চলাকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারাও ক্যাম্পাসের সামনের সড়ক দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচলে বাধা দেন। উল্লেখ্য, বুধবার রাতে দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাহী একটি বাসকে সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্র-শ্রমিক সংঘর্ষে ছাত্ররা ২টি যাত্রীবাহী বাস আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ঐক্যপরিষদ বৃহস্পতিবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেন। শুক্রবার ধর্মঘটের দ্ব্তিীয়দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটী মালিক ও শ্রমিকেরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
×