ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন

প্রকাশিত: ০২:৪০, ২২ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠা দিবস পালন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) নানা আয়োজন ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে বুধবার উদযাপন করেছে তার ১৯তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিনটিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনাস্থিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি আনন্দমুখর মিলনমেলায় পরিণত হয়েছিল। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বুধবার দিনের কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দীন মিয়া জাতীয় পতাকা ও ট্রেজারার প্রফেসর ড. তোফায়েল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পরে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় দিবসের আনন্দ শোভাযাত্রায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বেগম সুফিয়া কামাল অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়। বিশ^বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ^বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে সংশ্লিষ্ট সকলকে বিশ^বিদ্যালয়ের উন্নয়নে এবং শ্রেষ্ঠ কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭মার্চের পটভূমি ও বিশ^বিদ্যালয় গড়ার ইতিহাস সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিশ^বিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহবান জানান। তিনি ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় অধিক মনোযোগী হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। আলোচনা সভার মূখ্য আলোচক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুগোপযোগী শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে হবে। তিনি এ বিশ^বিদ্যালয়কে উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, এ বিশ^বিদ্যালয় এজন্যেই সেন্টার অব এক্সিলেন্স যে এখানে শিক্ষা কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়। তিনি বিশ^বিদ্যালয়ের উন্নয়নে সকলের অবদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
×