ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু ॥ আটক ৪

প্রকাশিত: ২২:১০, ১৯ নভেম্বর ২০১৭

সিরাজদিখানে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু ॥ আটক ৪

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাতিজার লাথিতে চাচার মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই চারজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পশ্চিম শিয়ালদি গ্রামের আব্দুল মতিন হাওলাদারের সাথে তার ভাতিজাদের দীর্ঘদিন যাবৎ জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জায়গা নিয়ে শনিবার রাত সাড়ে ১০ টায় তারই আপন ভাতিজা মো. জয়নাল হাওলাদার (৫০), মো. জামাল হাওলাদার (৪০), কামাল হাওলাদার (৪৮) এর সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে এক ভাতিজা লাথি দিলে চাচা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মো. জয়নাল হাওলাদার(৫০), কামাল হাওলাদার (৪৮), ইউসুফ হাওলাদার (৩০), আব্দুল হাওলাদাকে (২৬) সিরাজদিখান থানা পুলিশ আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতার স্বীকার করে সিরাজদদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের ছেলে ওয়াসিম হাওলাদার তার চাচা মো.হোসেন হাওলাদাদের ৬ ছেলে মো.আবু বক্কর (৬০), মো. হোসেন (৫৫), মো. জয়নাল হাওলাদার (৫০), মো. জামাল হাওলাদার(৪৭), মো.কামাল হাওলাদার (০২), মো. ইউসুফ হাওলাদার (২৫) এবং মো.হোসেন হাওলাদারের পুত্র আব্দুল হাওলাদার (২৩)-কেসহ মোট ৭ জনকে আসামী করে একটি হত্যা মামালা দায়ের করেছে। রাতে আটক ৪জনকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রবিবার মুন্সীগঞ্জ আদালতে চালান দেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×