ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুজিবনগরে বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের সমন্বয় সভা

প্রকাশিত: ০১:০৩, ১৬ নভেম্বর ২০১৭

মুজিবনগরে বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের সমন্বয় সভা

সংবাদদাতা, মেহেরপুর ॥ পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমন্বিতভাবে সীমান্তে সংঘঠিত অপরাধ নিরোধের লক্ষে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে সমন্বয় সভা (সেমিনার) অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া বিজিবি সেক্টরের আয়োজনে সেমিনারে বাংলাদেশ ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সাউথ ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল শ্রী পি এস আর আনজানেয়েলু। আয়োজক বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হওয়া দুই দেশের বিশেষ এই সমন্বয় সভায় বিজিবি বিএসএফ’র উদ্ধতন কর্মকর্তারা ছাড়াও নিরাপত্তা বিশ্লেষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে ভারতের সাথে গভীর সম্পর্কের সূত্রপাত। এই সম্পর্ক আরো বাড়াতে পারলে সীমান্তে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকা- কমিয়ে আনা সম্ভব। অনুষ্ঠানের সাবির্ক ব্যবস্থাপনা করেন কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল আবু সঈদ আল মসউদ। শেষে দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সম্মাননা ক্রেষ্ট, পদক ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার বিজিবি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
×