ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাড়ে আটশ’অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাসের ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০১:৪০, ১৪ নভেম্বর ২০১৭

সাড়ে আটশ’অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করল তিতাসের ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় তিন কিলোমিটার গ্যাস লাইন ও সাড়ে ৬শ’ বাড়ির সাড়ে ৮শ’ অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীনের নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপি ওই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন জানান, মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরীনের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার চারটি স্পটে এ অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি, দেড় ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের প্রায় ৩ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ দুইশ’ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে সাড়ে ৬শতাধিক বাড়ীর সাড়ে ৮শ’টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক (জোবিঅ-গাজীপুর) প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন ও প্রকৌশলী জাহাঙ্গীর আলম (ইএসএস), উপব্যবস্থাপক প্রকৌ. শবিউল আওয়াল, প্রকৌ. খোরশেদ আলম এবং প্রকৌ. মির্জা মো. মামুনুর রহমানসহ তিতাস গ্যাস ও প্রশাসনের প্রমূখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×