ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় কারাদন্ড ৩

প্রকাশিত: ০২:১৬, ১৩ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় কারাদন্ড ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জেএমবির তিন সদস্যকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইব্যুনাল আদালত-৭ এর বিচারক মোসাম্মৎ কামরুন নাহার আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন- আব্দুল্লাহ আল নাঈম (৩০), সাইফুল ইসলাম (২৮) ও তৈয়বুর রহমান(৩০)। নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহম্মেদ জানান, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর র্যা ব-১১ এর একটি দল টাঙ্গাইল জেলার বাইপাস এলাকা থেকে অস্ত্র, ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য, পাওয়ার জেল, হ্যান্ড গ্রেনেড বডিসহ জেএমবির সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতার করে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০০৭ সালের ৭ জানুয়ারীতে র্যা ব রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে করে। রিমান্ডে সে স্বীকার করে সে (সাইফুল) জেএমবির সক্রিয় সদস্য। নারায়ণগঞ্জে তার অপর সহযোগীদের কাছে বিপুল পরমাণ অস্ত্র ও গোলাবারুদ, হ্যান্ড গ্রেনেড রয়েছে। ওই রাতেই পুলিশ সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তৈয়বুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে যান। তখন তৈয়বুর রহমান জানায়, অস্ত্রগুলো সহযোগী আব্দুল্লাহ্ আল নাঈমের বাড়িতে রেখেছে। পরে র্যা ব তাদেরকেসহ রূপগঞ্জের মাঝিপাড়া এলাকায় গেলে সেখানে তার বাসার ঘাটের নিচ থেকে বাজারের ব্যাগে মোড়ানো অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার করে। গ্রেফতার করা হয় নাঈমকে। ওই ঘটনায় ২০০৭ সালের ৭ জানুয়ারি র্যা বের ডিএডি আব্দুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। র্যা ব তদন্ত শেষে তিন আসামীর বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় প্রদান করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত তিন আসামীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
×