ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ধরাপড়া অজগর বনে অবমুক্ত

প্রকাশিত: ২৩:১৫, ১৩ নভেম্বর ২০১৭

বাঁশখালীতে ধরাপড়া অজগর বনে অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ “বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে” যার যেখানেই স্থান তাকে সেখানেই বসবাস করতে হবে। এটিই হচ্ছে ¯্রষ্টার সৃষ্টির নিয়ম। প্রাকৃতিক পরিবেশ ছেড়ে লোকালয়ে চলে আসা বিশাল আকৃতির অজগর সাপটি পুনরায় তার আবসস্থলে অবমুক্ত করেছে বন বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের অরণ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লার নির্দেশে এ সাপটি অবমুক্ত করেন বন কর্মকর্তারা। সাপ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অবয়ারণ্য রেঞ্জের বাঁশখালী রেঞ্জ কর্মকর্তা শাহীনুল কবির, ইকোপার্ক ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অফিস সহকারী চিংহলাউ মারমা (সুমন), মানবাধিকার কর্মী ফিরোজুল ইসলাম, নাপোড়া বিট কর্মকর্তা মঈনুল ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। উল্লেখ্য গত ১১ নভেম্বর শনিবার উপজেলার কালীপুর ইউপি’র সদর আমীন হাটের মায়ের আর্শীবাদ নামক মুদির দোকানের চাউলের বস্তার ফোকর হতে ইকোপার্ক কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ বন কর্মীরা এই বিশাল আকৃতির অজগর সাপটি উদ্ধার করেছিলেন।
×