ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে কোনো ফরমুলা কাজ হবেনা : জামালপুরে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:২০, ১০ নভেম্বর ২০১৭

নির্বাচন নিয়ে কোনো ফরমুলা কাজ হবেনা : জামালপুরে স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচন নিয়ে আপনার কোনো ফরমুলা দিয়ে কাজ হবে না। নির্বাচনী ডামাডোল বেজে গেছে। ভয় পান কেন। বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেন না কেন। নির্বাচনের মাঠে আসেন। আওয়ামী লীগ হলো জনগণের দল। জনগণ যে রায় দিবে আওয়ামী লীগ তাই মেনে নিবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। কেয়ারটেকার খেলা আর খেলবো না। তিনি শুক্রবার সন্ধ্যায় জামালপুর শহরের মনিরাজপুরে ৮৫০ কোটি টাকায় নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয় দিয়ে তাদের পাশে দাঁড়ানোয় সারা দুনিয়া আজ জেগে উঠেছে। জাতিসংঘে বলে এসেছেন রোহিঙ্গাদের ফেরৎ নিতে হবে। প্রধানমন্ত্রীর এই আহ্বানে সারা বিশ্ব সাড়া দিয়েছে। প্রধানমন্ত্রীসহ আমরা আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, নেতা-কর্মী এবং সরকারের সকল দপ্তরের কর্মকর্তা সেখানে গেছি। তাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা থেকে শুরু করে যা যা দরকার সব সহায়তাই দেওয়া হচ্ছে। তাদের কোনো সমস্যা হচ্ছে না। তিনি বলেন, আর খালেদা জিয়া কি করলেন। উনি দলীয় নেতা-কর্মীদের গাড়ির বহর নিয়ে সেখানে গেলেন। অনেক পেট্টল খরচ করলেন। সেখানে গিয়ে বলেলন আমরা আওয়ামী লীগ ও সরকার নাকি রোহিঙ্গাদের জন্য কিছুই করিনি। আমরা কি করছি জাতি দেখছে। সারা বিশ্ব দেখছে। খালেদা জিয়া মিথ্যাবাদী। উনি একজন সিরিয়াল মিথ্যাবাদী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের স্বাস্থ্যখাতসহ সারা দেশে নয় বছরের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের পাটের ঐতিহ্য ফিরিয়ে এনেছেন। অন্ধকার বাংলাদেশ ছিল। সারা দেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। এই দেশ থেকে জঙ্গি নির্মূল করেছেন। রাজাকারদের বিচার করেছেন। দেশের উন্নয়ন ছাপিয়ে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এমন কাজ করবেন না যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম হয়। আপনারা আগামী বছরের ডিসেম্বরের নির্বাচনের জন্য প্রস্তুত হন। শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জামালপুর নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক মো. আব্দুল ওয়াকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মো: রেজাউল করিম হীরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন চিকিৎসক মো: মোশায়ের উল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর, পুলিশ সুপার মো: দলোয়ার হোসেন পিপিএম, গণপূর্ত অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা, জামালপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতাউর রহামন ছিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর আগে অনুষ্ঠানস্থলে নির্মণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের ভিত্তিপ্রস্তর ফলক উম্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।
×