ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ॥ নারীসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ২৩:৩৯, ১০ নভেম্বর ২০১৭

নওগাঁয় পুলিশের কাছ থেকে আসামি  ছিনতাই ॥ নারীসহ গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুরে পুলিশকে মারপিট করে আসাম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় এক আওয়ামীলীগ নেতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত এক এএসআই ও এক কনস্টেবলসহ ৩জনকে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভীমপুর ইউনিয়নের হর্ষি গ্রামে। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৮ টার দিকে থানার এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল নিলমনি ঘোষ ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে একটি চেকের মামলায় আদালতের ওয়ারেন্টী আসামী ফারুক হোসেনকে (৩৬) তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় প্রতিবেশী রিয়াজ উদ্দীনের ছেলে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক বজলুর রশিদসহ ১০-১২ জন নারী ও পুরুষ ওই পুলিশ অফিসার ও কনস্টেবলকে মারপিটে আহত করে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় গ্রেফতারকৃত আসামী ফারুককে ছিনিয়ে নিয়ে যায়। এ খবর পেয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে ওই ইউনিয়নের হর্ষি এবং পার্শ্ববর্তী পাতনা গ্রাম ঘিরে ফেলে। প্রায় ৪ ঘন্টা অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে গ্রামবাসীর সহযোগীতায় পাতনা গ্রাম থেকে হ্যান্ডকাপ সহকারে ফারুক হোসেনকে পুলিশ পুনঃ গ্রেফতার করে। একই সময় অভিযান চালিয়ে পুলিশকে মারপিটে আহত করার ঘটনায় জড়িত স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বজলুর রশিদ (৪০), মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম বুলু(৪৫) তার স্ত্রী হালিমা বেগম (৩৫) ও ফারুকের স্ত্রী ফারজানা জান্নাতকে (৩০) গ্রেফতার করে। এ ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু-ছালেহ মোঃ আশরাফুল আলম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
×