ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদকের সাথে জড়িতদের সদস্য করা যাবে না ॥ প্যানেল স্পীকার

প্রকাশিত: ০১:২৭, ৯ নভেম্বর ২০১৭

মাদকের সাথে জড়িতদের সদস্য করা যাবে না ॥ প্যানেল স্পীকার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতীয় সংসদের প্যানেল স্পীকার ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি বলেছেন, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত, যেসব ব্যক্তিরা সমাজের বির্তকিত তাদের কাউকে আওয়ামীলীগের সদস্য করা যাবেনা। বৃহস্পতিবার দুপুরে জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে আওয়ামীলীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ মানেই শেখ হাসিনা। তাই যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালবেসে আওয়ামীলীগের নতুন সদস্য হতে চাইবেন তাদেরকেই কেবল সদস্য করা হবে। বিএনপির টানা অবরোধের সময় উজিরপুরে পেট্রোলবোমা হামলায় নিহতের কথা স্মরণ করিয়ে দিয়ে সাংসদ ইউনুস আরও বলেন, সেইসব বির্তকিত ব্যক্তিরা যেন কোনভাবেই আওয়ামীলীগের সদস্য হতে না পারে সেদিকে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সজাগ দৃষ্টি রাখতে হবে। উত্তর মোড়াকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াদুদ সরদার, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীরপ্রতিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা ভাইসচেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু। ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক শাওন বালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার, নারী নেত্রী উম্মে আয়শা অনি প্রমুখ।
×