ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে সুদের টাকার জন্য অন্তঃস্বত্তা গৃহবধুকে নির্যাতন

প্রকাশিত: ২৩:৫৬, ৬ নভেম্বর ২০১৭

বরিশালে সুদের টাকার জন্য অন্তঃস্বত্তা গৃহবধুকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে সুদের টাকা আদায় করতে স্বামী ও তার অন্তঃস্বত্তা গৃহবধুকে নির্যাতন করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় অন্তঃস্বত্তা ইতি পান্ডেকে রবিবার রাতে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি ধামাচাঁপা দেয়ার জন্য একটি মহল সুদি মহাজনের পক্ষালম্বন করে সোমবার দুপুরে নির্যাতিতাকে হাসপাতাল ত্যাগের হুমকি প্রদর্শন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, বারপাইকা গ্রামের সুদি মহাজন সুশীল বাড়ৈর কাছ থেকে একই এলাকার দিনমজুর সুশান্ত পান্ডে দুই হাজার টাকা সুদে নেয়। সুশান্ত সময় মত টাকা দিতে না পারায় শনিবার বিকেলে সুদের টাকার জন্য সুদি মহাজন সুশীল বাড়ৈর সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে সুশান্ত পান্ডেকে মারধর করে সুশীল বাড়ৈ। সুশীলের হাত থেকে স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে সুশীল হামলা চালিয়ে সুশান্তর চার মাসের অন্তঃস্বত্তা স্ত্রী ইতি পান্ডেকে মারধর করে গুরুতর আহত করে। সূত্রে আরও জানা গেছে, হামলায় গৃহবধু ইতির রক্তক্ষরণ শুরু হলে স্থানীয় চিকিৎসক কৃজ্ঞ কান্ত বাড়ৈর কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে রবিবার রাতে অন্তঃস্বত্তা ইতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুমূর্ষ অবস্থায় তাকে ওইদিন রাতেই গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ইতির পরিবার থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
×