ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকের হামলায় আহত ১০

প্রকাশিত: ২৩:৫৩, ৬ নভেম্বর ২০১৭

শাবি শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকের হামলায় আহত ১০

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলায় এক শিক্ষকসহ ১০জন আহত হয়েছেন। ধারাবাহিকভাবে সংঘটিত ছিনতাইয়ের প্রতিবাদে সোমবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়ক টানা দুইঘন্টা যাবত অবরোধ করে রাখেন বিক্ষুব্দ শিক্ষার্থীরা। এতে রাস্তার দুইপাশে সুনামগঞ্জ থেকে সিলেটমুখী ও সিলেট থেকে সুনামগঞ্জমুখী পরিবনে প্রায় ১০/১২ কি.মি এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন। তারা শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আধা ঘন্টা পর সড়ক অবরোধ থেকে সরে আসবেন বলে জানান। সেই মূহূর্তে বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার শিক্ষার্থীরা ভাংচুর করতে উদ্যত হলে পরিবহন শ্রমিকরা সংঘবদ্ধভাবে রড, লাটিসোটাসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এসময় তারা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে শাহপরান হলের সহকারী প্রভোস্ট আশিস কুমার বনিকসহ পাঁচজন শিক্ষার্থী ও চারজন প্রত্যক্ষদর্শী এলাকাবাসী আহত হয়েছেন। প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, পরিবহন শ্রমিককরা এসে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারাই এ সংঘর্ষের সূত্রপাত ঘটিয়েছে। তাদের সংঘর্ষে একজন শিক্ষক কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আইনের মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। জালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিবহন শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা আমাদের ফোর্স বাড়াচ্ছি। পরিস্থতি এখন নিয়ন্ত্রনে আছে। গাড়ি চলাচলও স্বাভাবিক আছে। গত একমাস ধরে সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজিতে উঠে প্রায় ৫০জনেরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান। এর মধ্যে গত রবিবার রাতে লোকপ্রশাসন বিভাগের সাবিনা সুমাইয়া পুষ্পাসহ দুই শিক্ষার্থীকে ছিনতাই করা হয় সিএনজি থেকে। ছিনতাইয়ের শিকার ১৭জন শিক্ষার্থী জালাবাদ থানায় জিডি করেছেন বলে জানা গেছে। সড়ক অবরোধে অংশ গ্রহণ করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী পারভেজ আহমেদ বলেন, আমরা দীর্ঘদিন যাবত প্রশাসনের কাছে অভিযোগ দাখিল করে আসলেও তারা কেন ব্যবস্থা গ্রহণ করেননি। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন বলেন, এতদিন না হয় আমরা ব্যর্থ ছিলাম। এখন আমাদের সুযোগ দেন। আমরা তাদের বিরুদ্ধে আজ (সোমবার) থেকেই ব্যবস্থা নিব।
×