ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় কার্ভাট ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে

প্রকাশিত: ২৩:৪৩, ৫ নভেম্বর ২০১৭

পটিয়ায় কার্ভাট ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়ায় একটি কার্ভাট ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে নেমে পড়েছে। রবিবার ভোরে পৌর সদরের কাগজী পাড়া এলাকার আশরাফ আলী শাহ্ মাজারের সামনের পুকুরে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। পুকুরের পানি বেশি থাকার কারণে গাড়ির নাম্বারও পাওয়া সম্ভব হয়নি। দুপুরের পর থেকে পুকুরের পানি সেচ করে গাড়িটি উদ্ধার করতে তৎপরতা দেখা যায়। স্থানীয় কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবদুল খালেক জানিয়েছেন, চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। চট্টগ্রামমূখী কুমিল্লা কার্গো নামের কাভার্ট ভ্যানটি কাগজী পাড়ার মোড়ে এলে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে নেমে পড়ে। প্রায় সময় আশরাফ আলী শাহ্ মাজারের সামনের পুকুরে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে নেমে পড়ে। তিনি দাবি করেন, মাজার এলাকায় অলৌকিক কিছু রয়েছে। এক সময় ওই এলাকায় ঝাড়ছোপে ভরা ছিল। তখন বাঘ, ঘোড়াসহ বিভিন্ন বণ্যপ্রানীর দেখা মিলত। বর্তমানে মহা সড়কের পটিয়া কাগজী পাড়া এলাকার রাস্তার দু’পাশ পরিস্কার। মাজার ও কাগজী পাড়ার মোড়ে প্রতিটি গাড়ির গতি কমানো দরকার। পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, কাভার্ট ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে নেমে পড়ার বিষয়ে কেউ তাকে জানাননি।
×