ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাগুরায় মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯:১২, ৫ নভেম্বর ২০১৭

মাগুরায় মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আনন্দঘন পরিবেশে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শনিবার বিকালে মাগুরা জেলার মহম্মদপুরে মধুমতি নদীতে প্রাণ আপ বিহারী লাল শিকদার ৪র্থ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় । গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাশে নানা বয়সী লক্ষাধিক নারী পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে । এউপলক্ষে নদীতীরে বসেছিল গ্রামীন মেলা । মাগুরা জেলা ও মহম্মদপুর উপ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও প্রান আপের সহযোহীতায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ৩ কিলোমিটারব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগীতায় মাগুরা জেলা ছাড়া পার্শ্ববতী ফরিদপুর ,গোপালগঞ্জ, নড়াইল, যশোরসহ বিভিন্ন জেলা থেকে ১৬টি বাইচ নৌকা অংশগ্রহন করে। প্রতিযোগীতায় দুই গ্রুপ থেকে ৬টি পুরস্কার দেওয়া হয়। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি । বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, প্রাণ গ্রুপের সিইও আনিসুর রহমান প্রমুখ ।
×