ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের পৃথক বিক্ষোভ সমাবেশ ॥ শহরে উত্তেজনা

প্রকাশিত: ০১:১০, ৩০ অক্টোবর ২০১৭

শেরপুরে আওয়ামী লীগের ২ গ্রুপের পৃথক বিক্ষোভ সমাবেশ ॥ শহরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে জেলা পরিষদ সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া বিষু লাঞ্ছিত হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের বিবদমান ২ গ্রুপ প্রকাশ্য অবস্থান নিয়েছে। এরই জের ধরে সোমবার দুপুরে ২ গ্রুপই শহরে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ নিয়ে শহরে টান টান উত্তেজনা ছড়িয়ে পড়ে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে এবং লোক সমাগমও কমে যায়। তবে প্রশাসনসহ পুলিশ ও র্যাবের ব্যাপক তৎপরতার কারণে অবশেষে কোন প্রকার গোলযোগ ছাড়াই শেষ হয় ২ গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী। জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান ও জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলার চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু’র বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ তুলে তার প্রতিবাদে দুপুর ১২টার দিকে শহরের মীরগঞ্জসহ পশ্চিমাঞ্চল থেকে প্রায় ৫ হাজার মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। পরে ব্যাপক নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শহরের কলেজ মোড়ে আয়োজিত সমাবেশে ওই মিথ্যাচার ও অপপ্রচারের মূলে জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করা হয়। ওইসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, প্যানেল চেয়ারম্যান সাব্বির আহম্মেদ খোকন, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম স¤্রাট প্রমুখ। অন্যদিকে প্রায় একই সময়ে জেলা পরিষদ সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাকারিয়া বিষুর পক্ষে শহরের পূর্বাঞ্চল খ্যাত নবীনগর এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল নিউমার্কেট-থানামোড় প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা মোড়ে আয়োজিত সমাবেশে জেলা পরিষদ সদস্য বিষুর উপর হামলার ঘটনায় পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানকে দায়ী এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রেকর্ড না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে দাবি করা হয় বিষুর উপর হামলার ঘটনাকে আড়াল করতে তারা এখন হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নগ্ন বিষোদগারে মেতে উঠেছে। ওইসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এমএ বারেক তোতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাকারিয়া বিষু প্রমুখ। এদিকে সকাল থেকে জেলা আওয়ামী লীগের ২ গ্রুপের বিক্ষোভের খবর পেয়ে পুলিশ প্রশাসন শহরের প্রধান প্রধান সড়কের উপর বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অতিরিক্ত নিরাপত্তার জন্য শহরে র্যাবের টহলও লক্ষ্য করা যায়। এরপরও আওয়ামীলীগের পৃথক দ্ইু গ্রুপের বিক্ষোভ-মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অর্ধেক খোলা রাখা হয়। ওইসময় সাধারণ মানুষের মাঝে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এছাড়া মিছিল-সমাবেশ চলাকালে শহরে যানবাহন চলাচলও কমে যায়।
×