ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির অত্যাচার-নির্যাতনের কথা মানুষ ভোলেনি ॥ বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত: ০২:০১, ২৮ অক্টোবর ২০১৭

বিএনপির অত্যাচার-নির্যাতনের কথা মানুষ ভোলেনি ॥ বাণিজ্য মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির অত্যাচার-নির্যাতনের কথা মানুষ ভোলেনি। সে দিন আর নেই-যেদিন একজন আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে জখম করলে ২টন গম দিত। তিনি বিএনপির উদ্দ্যেশ্যে বলেন, অত্যাচারিরা টিকে না। যাদের ২২২টা সিট ছিলো। তারা ২০০৮ সনের নির্বাচনে মাত্র ৩২ টা আসন পেয়েছিলো। তাই দম্ভ অহংকার করা ভাল না। ফখরুল ইসলাম আলমগীর বলে আওয়মী লীগ না কি ৩০ টা আসনও পাবো না। তাহলে এতো দাবী দাওয়া করেন কেন। নির্বাচনে আসেন। শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়ের হাটে ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের উদ্বোধন কালে বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, গ্রামে গ্রামে আমরা ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক করেছি। কিন্তুখালেদা জিয়া বন্ধ করে দিয়েছে। বিএনপির আমলে তারা শুধু লুট পাট করেছে। আর আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা তাদের দৌরগোড়ায় পৌছে দিয়েছি। এ জন্য মূল কৃতিত্ব প্রধান মন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতোই তিনি যা ভাল বুঝেন তাই করেন। ভোলা জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা-২ আসনে (দৌলতখান-বোরহানউদ্দিন) সাংসদ আলী আজম মুকুল। এসময় উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মো: সেলিমউদ্দিন, পুলিশ সূপার মো: মোকতার হোসেন, জেলা আওয়ামীলীগ যুগ্ন-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন প্রমুখ। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা সদর থেকে ১৫-২০ কিমি দূরে পাঁচটি ইউনিয়ন অবস্থিত। তৎকালীণ সময়ে পথ ছিল দুর্গম। তাই স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে ১৯৭৩ সালে খায়ের হাট হাসপাতালের ভিত্তিপ্রস্থ স্থাপন করেছিলাম। তখন বাংলাদেশের উপজেলার বাইরে ২টি হাসপাতাল হয়। তার একটি ছিলো ভোলার খায়েরহাট হাসপাতাল। খায়ের হাট তিনটি উপজেলার সীমানায়। তখন এই হাসপাতাল বঙ্গবন্ধু করে দেয়। হাসপাতালা বিল্ডিং হলো। ৩০ শয্যার হাসপাতাল হলো। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে ভিত্তি প্রস্থ্য ভেঙ্গে ফেলে। বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই হাসপাতালটি ১০ শয্যায় করে। তখন ডাক্তার আসেনা। ঔষধ আসেনা। আওয়ামী লীগ সরকার পুনরায় হাসপাতালটিকে ৩০ শয্যায় উন্নীত করেছে। জনগন কষ্ট না করে সেবা পাবে। অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এ খায়েরহাটে ৩৪ কোটি টাকা ব্যয়ে একটি মেডিক্যাল ট্রেনিং স্কুল নির্মাণ হবে। মন্ত্রী বলেন, ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সংসদ সদস্য আলী আজম মুকুল মানুষের কাছে নয়নের মনিতে পরিণত হয়েছে। এই আসনের উন্নয়নে আওয়ামী লীগে তাঁর কোন বিকল্প নেই। সকল ক্ষেত্রে আমাদের সামাজিক অর্থনীতি পাকিস্তান থেকে এগিয়ে। আমাদের রির্জাভ ৩৮ বিলিয়ন ডলার।এক্সর্পোট ৩৮ বিলিয়ন ডলার। বিশিষ্ট অথূনীতিবিদরা বলেন,আমাদের গ্রামিন অর্থনীতি চমৎকার। ভোলার সিভিল সার্জন বলেন, হাসপাতালে ইতিমধ্যে চারজন মেডিক্যাল অফিসার, ৫ জন নার্সসহ ২৫জন চিকিৎসা-সহকারী নিয়মিত কর্মরত থাকবেন। এর আগে সকালে বাণিজ্য মন্ত্রী মন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এখানে জঙ্গী তৎপরতা শুরু হয়েছিল কিন্তু। আমাদের পুলিশ র্যা ব বিজেপিসহ আইন শৃঙ্খলা সংস্থা দক্ষতার সাথে মোকাবেলা করেছে। বর্তমান হলি আর্টিজনসহ আরো অনেক ঘটনা ঘটেছিল কিন্তু বর্তমানে আইন প্রয়োগকারি সংস্থার কারণে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয় তিনি আন্তর্জাতিক বিশ্বের খ্যাতিমান নেতা। তিনি রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দিয়ে মানবতার যে সেবা তিনি করেছেন তার জন্য আন্তর্জাতিক বিশ্বে প্রশসিংত হয়েছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের মধ্যে ভোলার আইন-শৃঙ্খলা সবচেয়ে ভালো। তিনি বলেন আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। অনুষ্ঠানে সেরা কমিউনিটি পুলিশিং এ ভূমিকা রাখায় এসময় পদক প্রদান করা হয়। এর আগে ভোলা নতুন বাজার থেকে শহরে একটি বর্নাঢ্য র্যা লী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
×