ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত ১

প্রকাশিত: ২৩:০২, ২৭ অক্টোবর ২০১৭

গজারিয়ায় ছিনতাইকারীর ছুরির আঘাতে নিহত ১

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে ছিনতাইকারীর ছুরির আঘাতে মো: খোকন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বালুয়াকান্দি এলাকায় দুই ছিনতাইকারীর ছুরির আঘাতে এ ঘটনা ঘটে। নিহত খোকন মিয়া নারায়নগঞ্জের নবী নগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডাট্রিজের সুপারভাইজার। প্রত্যক্ষদর্শী মিনিট্রাক ডাইভার মো: তোফাজ্জল হোসেন জানায়, বৃহস্পতিবার কুমিল্লা থেকে মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) আসতে আসতে রাত দেড়টার মতো বেজে যায়। এক পর্যায়ে মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি এলাকায় জ্যামে পরি। এ সময় দুই জন ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি দিয়ে আটক রেখে তল্লাশি করে কোন কিছু পায়নি। তখন আমার পাশে বসা ছিল আমাদের সুপারভাইজার খোকন। তার কাছে ডেলিভারির টাকা ছিল। তাকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি কেউ সারা দেয়নি। পরে আমি গাড়ি সামনে গেলে দেখা যায় খোকন আহত অবস্থায় পরে আছে। এর পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোকন নেত্রকোনা জেলার সতরো সি গ্রামের মো: নাদের উজ্জামানের ছেলে। খোকনের দুই ছেলে দুই মেয়ে। গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ জানায়, রাত ৩টা দিকে খোকনকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
×