ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপন

প্রকাশিত: ২২:০৫, ২৬ অক্টোবর ২০১৭

নীলফামারীতে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অক্টোবর বিপ্লবের শর্তবর্ষ উদ্যাপিত হয়েছে নীলফামারীতে । এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অক্টোবর বিল্পবের শতবর্ষ উদযাপন জেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সিপিবির সভাপতি মন্ডলীর সদস্য শাহিন রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ তুষার কান্তি রায়। সভা পরিচালনা করেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান ও স্বাগত বক্তৃতা দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস। সভার শুরুতে জাতীয় ও গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠির সদস্যরা। এরপর সেখানে শ্রমিক নেতা জসীম মন্ডলসহ প্রয়াত প্রগতিশীল সকল নেতাকর্মীর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
×