ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলায় কারাদন্ড ২

প্রকাশিত: ২৩:৫৫, ২৪ অক্টোবর ২০১৭

পটুয়াখালীতে ব্যবসায়ী হত্যা মামলায় কারাদন্ড ২

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী শহরের মৎস্য ব্যবসায়ী বিমল দাস খুনের ঘটনায় দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচার বাসুদেব রায় এ দন্ড প্রদান করেন। এছাড়াও দুই আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সদর উপজেলার পারকার্তিক পাশা গ্রামের মৃত আনোয়ারের ছেলে মিজানুর রহমান (২৫) ও গোলবুনিয়া গ্রামের ইউনুচ হাওলাদারের পুত্র কামাল হোসেন মিয়া (২০)। মামলা বিবরনে জানা গেছে, মটরসাইকেল ভাড়ার টাকা আদায় নিয়ে বিমল দাসের সাথে বাকবিতন্ডা হয় উপরোক্ত দুই আসামীর। এর জের ধরে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে বিমল দাসকে মিথ্যা প্রলভন দেখিয়ে নৌ ভ্রমনে নিয়ে যায় আসামীরা। শহর সংলগ্ন লাউকাঠি নদীর উপরে ব্রীজ অতিক্রম করলে আসামীরা বিমলকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে মৃত্যু নিশ্চিৎ করে। হত্যার পূর্বে বিমল আত্মচিৎকার করলে নদীর পাশের বসতিরা এগিয়ে আসেন। এসময় আসামী মিজানুর নদী থেকে উপরে উঠে পালানো চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করে। এবং কামাল পালিয়ে যায়। হত্যার ৩৬ ঘন্টা পরে নিহত লাশ নদী থেকে উদ্ধার করে পুলিশ। পর দিন ২৮ সেপ্টেম্বর বিমলের মেয়ে প্রিয়াঙ্কা দাস শিলা বাদী হয়ে ধৃত মিজানুর রহমান ও পলাতক কামাল হোসেনের নাম উল্ল্যেখ করে এবং ৫/৬ কে অজ্ঞাত করে পটুয়াখালী দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ ফিরোজ আলম উল্লেখিত দুই আসামীকে অভিযুক্ত করে ওই বছরের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন রায় ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দন্ড প্রদান করেন।
×