ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

প্রকাশিত: ০১:৪৩, ২২ অক্টোবর ২০১৭

নীলফামারীতে প্রায় ৬ লাখ  শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ এবার নীলফামারীতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলায় পাঁচ লাখ ৯২ হাজার ২১২জন স্কুলগামী শিশু কে একটি করে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এর মধ্যে সদরে এক লাখ ২৩ হাজার ৩৯২, ডোমারে ৭৬ হাজার ৫৩৩, ডিমলায় ৯২ হাজার ৪৮৫, জলঢাকায় ১৩ হাজার ৯০৪, কিশোরীগঞ্জে ৭৭ হাজার ৩৪০, সৈয়দপুরে ৩১ হাজার ৮৬২, সৈয়দপুর পৌরসভায় ৩৮ হাজার ১৯৬ ও নীলফামারী পৌরসভায় ১৮ হাজার ৫০০ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫-থেকে ১৬ বছর বয়সের শিশুরা এই ট্যাবলেট খাবেন। আজ রবিবার সকাল ১১টার দিকে নীলফামারী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা করে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ । ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রম স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জনের আয়োজনে এ্যাডভোকেসি সভায় সিভিল সার্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার। এ সময় উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, সৈয়দপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল কাদের ও স্বাস্থ্যশিক্ষাবিদ আব্দুল বাসেত, ব্র্যাক প্রতিনিধি রইচ উদ্দিন প্রমুখ।
×