ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জামালপুরে ১৬ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রকাশিত: ০০:৩৯, ২২ অক্টোবর ২০১৭

জামালপুরে ১৬ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ দিনের পেশা মাদকব্যবসা ছেড়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ১৬ জন মাদকব্যবসায়ী। রোববার সকালে তারা বকশীগঞ্জ থানায় আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনের ফিরে আসার অঙ্গীকার করেছেন। জানা গেছে, ১৬ জন মাদকব্যবসায়ী সকাল ১০টার দিকে বকশীগঞ্জ থানায় হাজির হয়ে মাদকব্যবসা না করার অঙ্গীকার করাসহ মাদকবিরোধী শপথবাক্য পাঠ করেন। বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মিয়া তাদের শপথবাক্য পাঠ করান। স্বেচ্ছায় আত্মসমর্পণকারী মাদকব্যবসায়ীরা হলেন- সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের রামরামপুর গ্রামের লিয়াকত আলী, জৈনুদ্দিন মিয়া, গোলাম মোস্তফা, আসলাম হোসেন বাজারু, মনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আবদুর রশিদ রফিকুল ইসলাম, তুফানু মিয়া, নুর মোহাম্মদ। একই ইউনিয়নের সারমারা গ্রামের মো. স্বাধীন মিয়া, উত্তর সারমারা গ্রামের মানিক মিয়া, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের ছাবেদ আলী, আবু কাশেম, পৌর এলাকার ঋষি পাড়া গ্রামের গোপাল ঋষির স্ত্রী বেলে ঋষি ও একই গ্রামের বানেশ্বর ঋষির স্ত্রী মেন্দি ঋষি। আত্মসমর্পণের পর বকশীগঞ্জ থানা পুলিশ এসব মাদকব্যবসায়ীদের মিষ্টি খাইয়ে তাদের স্বাগত জানান। এ সময় প্রত্যেককেই ভবিষ্যতে মাদকব্যবসা ও মাদক সেবন না করার জন্য অঙ্গীকারনামায় সই করেন। আত্মসমর্পণের পর বগারচর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে মাদকব্যবসায়ী লিয়াকত আলী বলেন, আমি প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে মাদকপাচার করে আসছি। এতে করে আমি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে চরম মূল্যহীন অবস্থায় জীবনযাপন করছি। তাই পুলিশের ডাকে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছি। আরেক মাদক ব্যবসায়ী ছাবেদ আলী বলেন, নিজে আর মাদক বেচব না আর কাউকে মাদক বিক্রি করতেও দেব না। মাদকের জন্য বিখ্যাত রামরামপুর গ্রামের জৈনুদ্দিন মিয়া বলেন, আমাদের গ্রামকে মাদকমুক্ত করতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করব। বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুবেল মিয়া জানান, আমরা দীঘদিন ধরে এসব মাদকব্যবসায়ীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিভিন্ন পন্থা অবলম্বন করে আসছি। অবশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করলেন।
×