ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে ২০ বছর পর বাবাকে খুঁজে পেল কলেজ ছাত্রী

প্রকাশিত: ২৩:৪৮, ২২ অক্টোবর ২০১৭

বরিশালে ২০ বছর পর বাবাকে খুঁজে পেল কলেজ ছাত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দীর্ঘ ২০ বছর পর জন্মদাতা বাবাকে খুঁজে পেল সিনথিয়া আক্তার (২২) নামের এক কলেজ ছাত্রী। সে খুলনা বিএল কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে জেলার সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে। কোতোয়ালী মডেল থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের লেদু গাজী ওরফে মনির খুলনার দৌলতপুর এলাকায় দ্বিতীয় বিবাহ করে। সেই ঘরে সিনথিয়া জন্মগ্রহণ করে। সিনথিয়ার মাত্র দুই বছর বয়সে তার বাবা লেদু গাজী তার মাকে ফেলে নিজ গ্রামে চলে আসে। সেই থেকে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ থাকে লেদু গাজীর সাথে তার দ্বিতীয় স্ত্রীর। বেশ কয়েক বছর থেকে সিনথিয়া তার বাবাকে খোঁজার চেষ্টা চালিয়ে আসছিল। পরে সিনথিয়া তার মায়ের কাছ থেকে তাদের বৈবাহিক সম্পর্কের নিকাহনামা নিয়ে বাবার ঠিকানা খুঁজে পায়। পরবর্তীতে সে (সিনথিয়া) রবিবার সকালে বরিশালে এসে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সে সুবাধে থানার এসআই শামীম তাৎক্ষনিক সিনথিয়াকে নিয়ে চরমোনাই রাজারচর গ্রামের তার বাবার বাড়িতে যায়। পুলিশ জানায়, সিনথিয়া ও তার বাবা প্রথমে একে অপরকে চিনতে পারেনি। পরবর্তীতে বিয়ের নিকাহনামার কাগজপত্র দেখানোর পর লেদু গাজী তার মেয়ে সিনথিয়াকে মেনে নেয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
×