ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল যান চলাচল বন্ধ

প্রকাশিত: ১৯:২৮, ২১ অক্টোবর ২০১৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সগিঞ্জে ॥ বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরণের নৌ চলাচল বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকাল থেকে প্রচন্ড ঝড়ো হাওয়া, বৃষ্টি আর তীব্র স্রোতে ফেরি, স্পীডবোট, লঞ্চসহ সকল ধরনের নৌযান বন্ধ রাখা হয়। শিমুয়িা প্রান্তে আটকে পড়েছে ছয় শতাধিক যান। পরিবার পরিজন নিয়ে রাতভর শিমুলিয়া ঘাটে বৃষ্টিতে আটকা থাকা যাত্রীদের দুর্ভোগ চরমে পৌছেছে। বিশেষ করে শিশু ও নারীদের অবস্থা আরও খারাপ। এসব তথ্য দিয়ে মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, ঘাটে যাত্রী নিরাপত্তায় পুলিশ কাজ করছে। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সে ব্যাপারে পুলিশ সর্তক রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী মহা ব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ শুক্রবার সকাল থেকোই উত্তাল পদ্মায় সকল যান চলাচলে বিঘিœত হচ্ছিল। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে পদ্মা উত্তাল হতে শুরু করলে বেলা পৌনে ১২ টার দিকে সম্পূর্ণ ভাবে লঞ্চ, স্পীডবোট ও ডাম্পফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাতাস আর স্রোতে ক্রমেই বাড়ছে। বিকেল পর্যন্ত কোন রকমে ফেরি সচল রাখতে পারলেও এখন আর সম্ভব হচ্ছে না। এতে করে উভয় পারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা।
×