ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ইয়াবাসহ মানবাধিকার কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ০১:০০, ১৯ অক্টোবর ২০১৭

পটিয়ায় ইয়াবাসহ মানবাধিকার কর্মী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া থানা পুলিশ ৫৫ পিস ইয়াবাসহ বাংলাদেশ মানবাধিকার কর্মী বিপ্লব চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার কচুয়াই ইউনিয়নের কথামৌজা গ্রামের ইয়াবা ব্যবসায়ী কালুর বাড়ি থেকে তাকে করেন। বিপ্লব মানবাধিকার কাউন্সিলের পটিয়ার সহ-সমাজকল্যাণ সম্পাদক। সে কচুয়াই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চক্রশালা গ্রামের বাবুল চৌধুরীর পুত্র। পুলিশ জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার কচুয়াই ইউনিয়নের বিভিন্ন স্পটে ইয়াবা ও ছোঁলাই মদের ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই ধীমান মজুমদার অভিযান চালিয়ে মানবাধিকার কর্মী বিপ্লবকে হাতেহাতে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ওই সময় আরেক ইয়াবা ব্যবসায়ী কালু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা ইয়াবা সেবন ও ইয়াবা প্রতিদিন বিক্রী করে থাকেন। পটিয়া থানার উপ-পরিদর্শক ধীমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় সময় কচুয়াই কথামৌজা এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছিল। পুলিশ খবর পেয়ে অভিযান চালাতে গেলে ইয়াবা ব্যবসায়ী কয়েকজন পালিয়ে যায়। এসময় বিপ্লবের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, ইনজামুল হক জসিম বলেন, তার এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের তৎপরতা বেড়েছে। এজন্য তিনি পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের পটিয়া সভাপতি মোজাম্মেল হোসেন রাজধন বলেন, সংগঠনের কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকলে সংগঠন তার দায়ভার নিবে না। ইয়াবাসহ বিপ্লবকে আটক করার কথা শুনেছি। তাকে সংগঠনের গণতন্ত্র মোতাবেক শীঘ্রই বর্হিস্কার করা হবে।
×