ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালপুরে টর্নেডোর ক্ষতিগ্রস্থ মাঝে অনুদান প্রধান

প্রকাশিত: ০২:৪৬, ১৬ অক্টোবর ২০১৭

লালপুরে টর্নেডোর ক্ষতিগ্রস্থ  মাঝে অনুদান প্রধান

সংবাদদাতা, লালপুর ॥ নাটোরের লালপুরে টর্নেডোর আঘাতে আড়বাব ও লালপুর ইউনিয়নের অধিক ক্ষতিগ্রস্থ ৭১ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ১ বান্ডিল করে ঢেউটিন, নগদ টাকা ও ময়দা প্রদান করা হয়েছে। সোমবার ১৬ অক্টোবর বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল এর শহীদ মিনার চত্বরে প্রার্কীতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রার্কীতি ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলামের সভাপত্বিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ওসি আবু ওবায়েদ, পাবলিক লাইব্রেরীর উপদেষ্টা মুক্তিযোদ্ধা আকিয়াব হোসেন, লালপুর শ্রী সন্দরী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, প্রার্কীতি ফাউন্ডেশনের পরিচালক ও ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, আদম আলী বৃত্তির সভাপতি ওয়ারেশ ইকবাল, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, পাবলিক লাইব্রেরীর উপদেষ্টা আলতাব হোসেন কুটি, প্রার্কীতি ফাউন্ডেশনের পরিচালক আমজাদ হোসেন, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক আমিনুল হক টমি, তৌফিক সরোয়ার চপল, আরিফুল ইসলাম, গোলাম সরওয়ার মিলন, গনেশ চন্দ্র, সামসুজ্জোহা, রুহুল কুদ্দুস কোহেল প্রমূখ।
×